মাদারীপুর প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারনে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। আজ বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এ নৌযান চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে। এবং বাতাস বইতে থাকে। যে কোন সময় ঝড় শুরু হতে পারে এ জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল সন্ধ্যা ৬ টা বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে ফেরি ঘাট সূত্র জানায়, ঝড় হবার সম্ভাবনা থাকায় সন্ধ্যা থেকেই সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন বলেন, বিকেল থেকেই আবহাওয়া বৈরীভাব। সন্ধ্যার দিকে আকাশে প্রচন্ড মেঘ করায় যে কোন সময় ঝড় হতে পারে বলে মনে হওয়ায় সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply