টিভি স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স কয়েকটি পুরোনো মডেলের স্মার্ট টিভিতে কাজ করছে না। নেটফ্লিক্স জানিয়েছে, প্রযুক্তিগত গোলযোগের কারণে বেশ কিছু স্মার্ট টিভি আর স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারে বন্ধ হয়ে গেছে তাদের সেবা।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রকাশিত তালিকায় দেখা গেছে, স্যামসাংয়ের বেশ কিছু স্মার্ট টিভিতে দেখা যাচ্ছে না নেটফ্লিক্স।
স্যামসাংও বিষয়টি নিশ্চিত করেছে। প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০১০-১১ সালে আসা স্ক্রিন সাইজের শেষে সি বা ডি লেখা আছে–এমন টিভিতে নেটফ্লিক্স দেখা যাবে না।
এ ছাড়া রকু মিডিয়া প্লেয়ারেও নেটফ্লিক্স দেখা যাবে না। যার মধ্যে আছে রকু ২০০০ সি, রকু ২০৫০ এক্স, রকু ২১০০ এক্স, রকু এইচডি, রকু এসডি, রকু এক্সডি এবং রকু এক্সআর। তবে আমাজন ফায়ার টিভি স্টিক, অ্যাপল টিভি, সনি প্লে স্টেশন ফোর ব্যবহার করে নেটফ্লিক্স দেখা যাবে।
২০১৩ সালে নেটফ্লিক্স কনটেন্ট (নাটক, চলচ্চিত্র, ভিডিও) প্রযোজনা শিল্পে প্রবেশ শুরু করে। তাদের প্রথম পরিচালিত ধারাবাহিক ‘হাউস অব কার্ডস’ ব্যাপক জনপ্রিয় হয়। এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিক উভয় দিকেই ব্যাপক বিস্তৃতি লাভ করে কোম্পানিটি।
Leave a Reply