ইন্দোরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নব্য টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছে মুমিনুল বাহিনী। দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু মুশফিক ও মমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে বেশ ভালই এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু এরই মধ্যে দুই দুইবার জীবন পেয়েছেন দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিকের ক্যাচ ছাড়লেন কোহলিঃ মুশফিকুর রহিমের ক্যাচ ছাড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত ৩ রানে ব্যাটিং করার সময় উমেশ যাদবের আউটসুইংয়ে ব্যাট ছোঁয়ান মুশফিক। বল চলে যায় থার্ড স্লিপে দাঁড়ানো কোহলির হাতে। ক্যাচ মিস করেন তিনি।কোহলির পর রাহানেও ছাড়লেন মুশফিকের ক্যাচঃ ব্যক্তিগত ১৪ রানে আবারো জীবন পেলেন মুশফিক। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দেন মুশফিক, যা লুফে নিতে ব্যর্থ হন অজিঙ্কা রাহানে।এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ৯৩ রান। উইকেটে আছেন মুমিনুল হক (৩৬) এবং মুশফিকুর রহিম (৩০)।
Leave a Reply